সমাজে প্রতিটি নারী মাথা উঁচু করে বাঁচুক

লাইভ ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ণ
সমাজে প্রতিটি নারী মাথা উঁচু করে বাঁচুক

সমাজ বা রাষ্ট্র নারীর নিরাপত্তা দিয়ে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি নারী নির্যাতনের অনেক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারছে না। রাতে চলাফেরার পাশাপাশি নারীরা দিনেও নিরাপদ না। আমরা চাই সমাজে প্রতিটি নারী মাথা উঁচু করে বাঁচুক। সে রাত হোক আর দিন হোক।

নারীর প্রতি সমাজ আরোপিত প্রতিবন্ধকতা ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে ১৯ আগস্ট নারী অধিকার ভিত্তিক প্রতিষ্ঠান ‘প্রাগ্রসর’ উদ্যোগে ‘নারীর রাতের যাত্রা’ অনুষ্ঠিত হয়। ‘নারীর রাতের যাত্রা’ শুরু হওয়ার প্রাক্কালে প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার ইভা এসব কথা বলেন।

‘নারীর রাতের যাত্রা’ কর্মসূচি সন্ধ্যা সাতটায় ধানমন্ডি ৬ থেকে শুরু হয়ে সাইন্সল্যাব, আসাদগেট, শ্যামলী হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হয়।

প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার ইভা আরও বলেন, ‘আমাদের সমাজে এখনো  পিতৃতান্ত্রিক মূল্যবোধ নারীকে ঘর থেকে বের হওয়ার সময় নির্ধারণ করে দেয়। নারীরা রাতের বেলা বাইরে থাকে না—এই ধারণা নারীর চলাফেরার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। অথচ রাতে নারীর সঙ্গে সহিংসতা ঘটলে অপরাধীর পরিবর্তে নারীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এমনকি নারীরা দিনেও অনেক জায়গায় নিরাপদ নয়। নারীর পোশাক এবং চলাফেরাকে দায়ী করে অপপ্রচার ও নির্যাতন চালানো হয়।

ফওজিয়া খোন্দকার আরও বলেন, এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘নারীর রাতের যাত্রা’। প্রাগ্রসর বিশ্বাস করে–দিন বা রাত সর্বত্রই নারীর নিরাপদ চলাফেরা নিশ্চিত করা কেবল ব্যক্তিগত বা পারিবারিক দায়িত্ব নয়, বরং সমাজ ও রাষ্ট্রের যৌথ কর্তব্য। সমাজকে নারীর স্বাধীন চলাফেরাকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তুলতে হবে, আর রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

‘নারীর রাতের যাত্রা’ অংশগ্রহণকারী ফাহিম মুনতাসির বলেন, ‘সমাজে নারী পুরুষের সমানভাবে এগিয়ে যাওয়ার অধিকার আছে, কিন্তু সমাজে তাদের পথচলার পরিবেশ নিরাপদ না। নারীদের নানা কৌশলে বারবার দমিয়ে  রাখার চেষ্টা করা হচ্ছে। তাই নারীর পথচলাকে আরো নিরাপদ করার জন্য সবার সচেতন হওয়া জরুরি।’

Read more — ফিচার
← Home