শামীম হাসান যখন ‘ভ্রাম্যমাণ হকার’

লাইভ ডেস্ক ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ণ
শামীম হাসান যখন ‘ভ্রাম্যমাণ হকার’

রমকম ঘরানার গল্পে নির্মিত নাটক ‘কাশের বরি’। যেখানে জুটি বেঁধেছেন শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর সাগর।    

নাটকে অভিনেতা শামীম হাসান সরকারকে দেখা যাবে ‌‘কাশেম’ নামের একজন ভ্রাম্যমাণ হকার হিসেবে। অন্যদিকে, তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সামান্তা পারভেজ।

গল্পে দেখা যাবে, কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে আর গলায় সেই ব্যাগে থাকা কাশের বরির স্যাম্পল ঝুলিয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলন্ত বাসে হকারি করে বেড়ায় কাশেম। মুখরোচক কথার জালে মানুষকে আকৃষ্ট করে তাদের কাছে বিক্রি করে কাশের বরি। কেউ বোকা বনে তার কাশের বরি কেনেন, কেউ-বা কেনেন না। কারণ তার এই বরি সে যেমন বলে, আসলে তেমন কিছুই না! কেউ আবার উল্টো তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে, কারণ এত মধুর কথা বলে কেন ভুয়া জিনিস বিক্রি করে? কাশেমের একমাত্র ছেলে আব্বাসও বলে যে, যে ওষুধ দিয়ে নিজেরই কাশি ভালো হয় না, সেই ওষুধ বিক্রি করা ঠিক না।

কিন্তু কাশেম কারও কথাই কানে না নিয়ে নিজের নীতিতে ‘এতটুকু অপরাধ তেমন কিছুই না’ ভেবে দিব্যি দিনের পর দিন এই কর্ম করে যায়। তার বিরুদ্ধে প্রতিবাদকারীদের উল্টো অপরাধী বানিয়ে হকার অ্যাসোসিয়েশনে লোক এনে শাস্তি দেয়। নিজেদের করা অভিযোগে নিজেরাই মীমাংসা করে, অনেক সময় আদায় করে জরিমানা! কিন্তু একপর্যায়ে নিয়তির নীতির কাছে কাশেমের পরাজয় ঘটে।

নির্মাতা আলমগীর সাগর বলেন, ‘নাটকজুড়ে হাস্যরসের সব কাণ্ড দেখে দর্শক যেমন বিনোদনে বুঁদ হতে পারবেন, তেমনই শেষদিকের ঘটনাচিত্র দেখার পর দর্শকরা পাবেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গি। দর্শকের মনে একটা বড় রকমের উপলব্ধি ঘটে যেতে পারে।’ 

জুঁই ফুলের মালা নিয়ে বিমানে ওঠায় জরিমানা দিতে হলো দেড় লাখ টাকা!জুঁই ফুলের মালা নিয়ে বিমানে ওঠায় জরিমানা দিতে হলো দেড় লাখ টাকা!

এ নাটকে শামীম-সামান্তা ছাড়াও অভিনয় করেছেন শামীম মোল্লা, পারভেজ সুমনসহ একঝাঁক অভিনয়শিল্পী। শিশুশিল্পী হিসেবে রয়েছে তায়েফ ও আনিফা। ড্রিম আই’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মাসুদুর রহমান আদিত্য। 

সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরা, পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। নির্মাতা জানান, শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারে আসবে। তারপর ইউটিউবে উন্মুক্ত হবে।

Read more — বিনোদন
← Home